বিদ্যালয় পরিচতি
শিক্ষার্থীদের যুগোপযোগীি শক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়োজন একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান। এ গুরুত্ব অনুধাবন করে রংপুর সেনানিবাসে কর্মরত সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তনদের পড়াশোনার সুবিধার্থে সেনানিবাসে কর্তৃপক্ষ এ আর্দশ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনকরেন। ১৯৭৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর অগ্রযাত্রা শুরু হয়। কালক্রমে বিদ্যালয়টি ১৯৭৮ সালে নিম্ন মাধ্যমিক এবং ১৯৮১ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নতিহয়।
বিদ্যালয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত । স্থানীয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে বিদ্যালয়টি রংপুর অঞ্চলের তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করেছে।
রংপুর সেনানিবাসের উত্তর প্রান্তে ঘাঘট নদীর পাশে কোলাহল মুক্ত ও মনোরম পরিবেশে ৬.০০ একর জমির উপর মাঠ ও প্রঙ্গনসহ বিদ্যালয়টি চতুর্দিকে প্রাচীর পরিবেষ্ঠিত। বিদ্যালয় ভবনটি সুপরিসর দ্বিতল বিশিষ্ট‘খ’ আকৃতির । ১৯৮১ সালের ১৭ মার্চ তৎকালীনউত্তারাঞ্চলেরসামরিকঅধিনায়ক মেজর জেনারেলআব্দুলমান্নাফ, পিএসসি বিদ্যালয়ভবনেরভিত্তিপ্রস্তর স্থাপনকরেনএবং ১৫ সেপ্টম্বর তৎকালীন সেনাপ্রধান লেঃ জেনারেল এইচ এমএরশাদ, এনডিসি, পিএসসি বিদ্যালয়ভবনটিশুভউদ্বোধনকরেন। এ বিদ্যালয়েপ্রাতিষ্ঠানিকশিক্ষারপাশাপাশিচরিত্রবান ও আদর্শ নাগরিকগঠনেরলক্ষ্যে শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়।